মেখলীগঞ্জের পানিশালার হক মঞ্জিলের বৃহত্তম হুজুর সাহেবের মেলার প্রস্তুতি তুঙ্গে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৮ই ফেব্রুয়ারি ২০১৮: উত্তরবঙ্গের দিতীয় বৃহত্তম মেখলীগঞ্জে পানিশালা এলাকার হক মঞ্জিল মেলার প্রস্তুতি চলছে, বহু প্রচলিত এই হক মঞ্জিল এর “হুজুর সাহেবের মেলায়” উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন, ছুটে আসেন প্রতিবেশী বাঙ্গলাদেশ থেকে অনেক মানুষ৷ আগামী অতই ফাল্গুন শুরু হবে এই মেলা৷ জানা যায় প্রশাসনিক আধিকারিক সহ মন্ত্রী মহলের বেশ কয়েকজন আমন্ত্রিত বেক্তিরা সেদিন আসবেন৷ মেলায় আগমন দর্শনার্থী দের সংখার বিচারে হুজুর সাহেবের এই মেলা উত্তরবঙ্গের দিতীয় স্থান অধিকার করেছে৷ গত বারের মত এবারও মেলার প্রস্তুতি চলছে দ্রুতগতিতে৷ অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে নিরাপত্তার খাতিরে বিশেষ পুলিশি ব্যবস্থা করা হবে যাতে কোনরূপে অপ্রীতিকর ঘটনা না ঘটে৷ উত্তর বঙ্গের মধ্যে হলদিবারির হুজুর সাহেবের মেলার পর দ্বীতৃয় স্থানে রয়েছে চ্যাংরাবান্ধার পানিশালা এলাকার এই হক মঞ্জিল এর মেলা, এই হক মঞ্জিল দরবারে মাকসুদ ইসালেওয়াবে এর প্রস্তুতি তুঙ্গে বলে জানান কমিটির সম্পাদক সহিদুল ইসলাম, কমিটির পক্ষ থেকে জানান হয় গত বছর তুলনায় এবছর ব্যাপক সারা মিলছে।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)