মেখলীগঞ্জে পঞ্চায়েত নির্বাচনে ঠান্ডা লড়াই নয়, মিলেমিশে কাজের ডাক তৃনমূলের
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: আসন্ন পঞ্চায়েত নির্বাচন ,নিজ ঘরে ঠান্ডা লড়াই নয়, একান্ত ভাবে পারস্পরিক সহযোগিতাই একমাত্র পথ তৃণমূলের, এদিন মেখলিগঞ্জের চাঙ্গারাবান্ধায় এক মার্কেট এর উদ্বোধন অনুষ্টানে উন্নয়ন মূলক বার্তার পাশাপাশি মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস শিবিরকে নয়া মোড়কে ফিরিয়ে নিয়ে আসার বার্তা দিলেন বিধায়ক অর্ঘ্য রায়৷ যদিও এই অনুষ্টানটি দলীয় কর্মসূচির নয়, এখানে অনুষ্টানের শুরুতেই দেখা যায় আমন্ত্রিত বিধায়ক শ্রী অর্ঘ্য রায় প্রধান বিতর্ককিত তৃণমূল শিবিরের সদ্য দায়িত্ব প্রাপ্ত যুগ্ম কনভেনর শ্রী উদয় রায় এবং শ্রী লক্ষীকান্ত সরকার কে নিজের ভাই বলে সংবদ্ধ ঐক্য বার্তা পেরন করেন৷ রাজনৈতিক বিশেষজ্ঞ দের মত অনুযায়ী আসন্ন পঞ্চায়েত নির্বাচন তাই মাঠ পরিষ্কার করতে এগিয়ে আসছেন তৃণমূল এর উচ্চ আধিকারিক ও নেতারা৷ একেরপর এক তাবড় তাবড় ঘটনায় অশান্ত মেখলিগঞ্জের মাটি, আর এই উত্তপ্ত অবস্থাকে ধীরে ধীরে শান্ত ও কার্যকরী করার জন্য মরিয়া মেখলিগঞ্জ তৃণমূল শিবির৷ উল্লেখ্য যে এদিন চ্যাংরাবান্ধা মহামায়া নামে একটি নূতূন হাট উদ্ভোধন হয়। প্রায় ১২ বিঘা জমির উপর এই হাট টি বসে। শুভ উদ্ভোধন করেন মেখলিগঞ্জ বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি বর্নালী রায়, মেখলিগঞ্জ তৃনমুল কংগ্রেস দলের যুগ্ম আহবায়ক লক্ষিকান্ত সরকার, লড়াকু নেতা উদয় রায়, চ্যাংরাবান্ধা অঞ্চল প্রধান সংকিন রায়, এবং ময়নাক চা বাগানের ম্যানেজার সুমিত সরকার মঞ্চে উপস্থিত ছিলেন। বিধায়ক অর্ঘ্য রায় প্রধান জানান সুষ্ট ভাবে হাট চললে আমি সরকারি ভাবে যে ধরনের সহযোগিতা করা যায় তা করব, পাশাপাশি চ্যাংরাবান্ধা মহামামায়া হাট কমিটি কে আমন্ত্রন জানান হলদিবারিতে হুজুর সাহেবের যে উরশ আছে এবং এই উরশ বার্তা সবাই কে জানিয়ে দেন আগামি ৫ ও ৬ ফাল্গুন তার এলাকাতে কয়েক লাখো দর্শনার্থী আসবে হুজুর সাহেবের মেলায়। এদিকে বিধায়ক জানান চ্যাংরাবান্ধা উন্নয়ন ফার্ন্ড থেকে মহামায়া হাটের জন্যে সহযোগিতা করা হবে। বিধায়ক সাংবাদিক সম্মেলন এ কথাও জানান দলের মধ্যে কোন দ্বন্দ্ব বা গোষ্টিকন্দল নেই, খুব শিগ্রই সাংসদ বিজয় চন্দ্র বর্মন, মেখলিগঞ্জ যুগ্ম আহবায়ক উদয় রায় ও লক্ষিকান্ত সরকার কে নিয়ে বৈঠক করবেন এবং আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে দল সঠিক ভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যাবে।আরও জানান বিজেপি কে রুখতে তারা মমতা ব্যানার্জীর নির্দেশ মত কাজ চালিয়ে যাবেন বলে জানান। আবার অন্যদিক এই নূতূন হাট কমিটির আহবায়ক মদন সরকার, অরবিন্দ রায় প্রধান জানান বিধায়ক যে ভাবে আমাদের আশ্বাস দিয়েছেন তাতে আমরা ভীষণ খুশী।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)