পর্যটন মন্ত্রীর অনুপস্থিতির মাঝেও পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন হল শিলিগুড়িতে
অভিজিৎ দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: অনেক টাল বাহানার পর, অনেক সরকারি গেরোর পর, অনেক রাজনৈতিক টানাপোরেনের পর অবশেষে শিলিগুড়িতে চালু হল পাসপোর্ট সেবা কেন্দ্র। শিলিগুড়ির উত্তরায়ণের পাশে হিমাচল বিহারে এই কেন্দ্রটি চালু হয়েছে। তবে চালু হওয়ার দিনও বিতর্ক পিছু ছারল না। ঢাকঢোল পিটিয়ে রাজনৈতিক মহলে এক গুঞ্জন ছড়িয়েছিল যে শিলিগুড়ির সব রাজনৈতিক দল থাকবে এই উদ্বোধনি মঞ্চে। অবশেষে সেটি হল না। পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেবের নাম আমন্ত্রণ পত্রে থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা দার্জিলিং এর সংসদ শ্রী সুরিন্দর সিং আলুয়ালিয়ার উপস্থিতিতে সূচনা হল এই পাসপোর্ট সেবা কেন্দ্রের। তবে বাকি আমন্ত্রিত অতিথিরা এই মঞ্চে উপস্থিত ছিলেন। যেমন শিলিগুড়ি পুরনিগমের মেয়র শ্রী অশোক ভট্টাচার্য, মাটিগাড়া – নকসালবাড়ির বিধায়ক শ্রী শঙ্কর মালাকার, ফাসিদেওয়ার বিধায়ক শ্রী সুনীল তির্কি, কালিম্পং এর মোর্চার বিধায়ক শ্রীমতী সরিতা রাই। উদ্বোধনি অনুষ্ঠান ছিল শিলিগুড়ি চেকপোস্ট এলাকার একটি বিলাস বাহুল হোটেলে। পাসপোর্ট দপ্তরের আধিকারিক জানান আগামী ১৯ শে ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ির এই পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ সরকারি ভাবে শুরু হবে। এইদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী ও উপস্থিত অতিথিরা কয়েক জনকে নতুন পাসপোর্ট তুলে দেন।