ধুপগুড়ীতে একগুচ্ছ দাবিতে রেল রোকো ডি.ওয়াই.এফ.আই এর
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আইে ধুপগুড়ী ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: দুই একগুচ্ছ দাবিতে রেল রোকো আন্দোলন কর্মসুচী পালন করল বামপন্থী যুব ফেডারেশন ডি.ওয়াই.এফ.আই। শুক্রবার সকাল ১১ টা থেকে ১১.১৫ টা পর্যন্ত ডি ওয়াই এফ আই এর কর্মী সর্মথকরা ধুপগুড়ী রেল স্টেশন চত্বরে জমায়েত করে এবং রেল লাইনে দাঁড়িয়ে প্রায় ১৫ মিনিট সময় তাদের দাবিতে স্লোগান দেয়। এই আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এদিন স্টেশন চত্বরে রেলওয়ে পোর্টাক্সন ফোর্স, জি.আর.পি এবং ধুপগুড়ী থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাড়তি ফোর্স র্যাফকে আপতকালীন পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছিল স্টেশন চত্বরেই। ডি.ওয়াই.এফ.আই এর পক্ষ থেকে জেলা কমিটির সভাপতি শ্রী অজয় মাহালী বলেন, রেলে বেসরকারী করন এবং রেলে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার দাবি, ধুপগুড়ী স্টেশনে নর্থইষ্ট এবং সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয়েছে।
এছাড়াও আরো বেশ কিছু দাবি উল্লেখ করে স্টেশন আধিকারিক অরবিন্দ রাইকে একটি স্মারকলিপি দেওয়া হয়। অন্যদিকে, কেন্দ্র সরকার বাংলাকে রেল পরিসেবা থেকে বঞ্চিত করে চলছে। এই প্রতিবাদে ও বিভিন্ন দাবি দাবা নিয়ে রেল অবরোধে সামিল হল জলপাইগুড়ি জেলা কমিটির ডি.ওয়াই.এফ.আই ও এস.এফ.আই নেতা কর্মীরা। শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে তিস্তা তোসা এক্সপ্রেসকে আটকে রেখে বিক্ষোভ দেখায় আন্দোলন কারিরা। বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখানো পরে স্টেশন মাষ্ঠারের হাত দিয়ে মালেগাও জেনারেল ম্যানেজারের কাছে একটি স্বারক লিপি তুলে দেওয়া হয়। এদিনের এই আন্দোলনকে কেন্দ্র করে স্টেশন চত্বরে পুলিশের করা নিরাপত্তা দেখা যায়। সসারা ভারতবষ জুড়ে রেল দপ্তরে সমপ্ত শুন্য পদে কর্মী নিয়োগ করতে হবে। অবসরপাপ্ত কর্মী নিয়োগ বন্ধ করতে হবে। জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেস সহ বিভিন্ন দুরপালা ট্রেনের স্টপেজ দিতে হবে। রেল বেসরকারি করন বন্ধ করতে হবে সহ বিভিন্ন দাবি। ডি.ওয়াই.এফ.আই জেলা সম্পাদক শ্রী প্রদীপ দে জানান, পদাতিক এক্সপ্রেসের স্থায়ী স্টপেজ দিতে হবে। চিলা হাটির ট্রেনের রুট চালু করতে, সরাই ঘাট এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের স্টপেজ অবিলম্বে চালু করতে হবে বলে দাবি রাখা হয়।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)