ডুয়ার্সে লোহার সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের দাবী
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: ডুয়ার্সের লোহার সম্প্রদায়ের জনজাতিরা এবার পৃথক উন্নয়ন বোর্ডের দাবীতে সোচ্চার হল। উত্তরবঙ্গ লোহার সেবা সমিতি নামক লোহার সম্প্রদায়ের সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার ডুয়ার্সের মেটেলি, নাগরাকাটা, ধুপগুড়ি ব্লকের বিডিওদের মাধ্যমে তাদের ৫ দফা স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করেন। লোহার সেবা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু লোহারা জানান তারা এদিন পৃথক উন্নয়ন বোর্ড ছাড়াও এই জনজাতির সকলকে তফশিল উপজাতির স্বীকৃতি আদায়ের দাবীও জানিয়েছেন। তিনি বলেন বর্তমানে ‘লোহারা’ পদবি ভুক্তরা তফশিল উপজাতির স্বীকৃতি পেলেও ‘লোহার’ বা ‘লোহরা’ পদবি ভুক্তদের তফশিল জাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজু বাবু জানান’ লোহারা’, ‘লোহার’ অথবা ‘লোহরা’ একই সম্প্রদায় ভুক্ত। তাই এই সম্প্রদায় ভুক্ত প্রায় ৫ লক্ষ আদিবাসীদের সকল কেই তফশিল উপজাতির অন্তর্ভুক্ত করা উচিৎ। তিনি বলেন পাহাড়ের উন্নয়নের জন্য যেমন পৃথক পৃথক জনজাতিদের পৃথক উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে তেমনি এই সম্প্রদায় ভুক্ত সকলের সার্বিক উন্নয়নের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করা আবশ্যক। এরই সাথে তিনি বলেন এদিন সাদরি ভাষার স্বীকৃতি, চা শ্রমিকদের ন্যতম মজুরির আওতা ভুক্ত করাও চা বাগানে বসবাসকারী সকলকে জমির পাট্টা প্রদানের দাবীও তারা জানিয়েছেন।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)