ফালাকাটার যুবকদের কর্মসংস্থান এর উদ্যেশ্যে এসএসবি ড্রাইভিং প্রশিক্ষণ দিল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটা এসএসবি ৫৩ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বর্ডার এলাকার যুবকদের কর্মসংস্থান এর উদ্যেশ্যে এক মাসের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছিল তারই শেষে প্রত্যেকের হাতে মোটর ড্রাইভিং লাইসেন্স তূলেদেওয়া হলো। এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন ফালাকাটা এসএসবি ৫৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেনোট অরবিন্দ কুমার ও অন্যান আধিকারিক গণ। মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে হাতে মোটর ড্রাইভিং এর লাইসেন্স পেয়ে খুশি যুবকেরা। তারা বলেন, আমাদের এখানে কোন কাজ নেই কাজের সন্ধানে বাইরে যেতে হয়। এর ফলে পরিবারের অনেক অসুবিধায় পড়তে হয়। এখন আমরা নিজেদের এলকায় থেকে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারব।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments