নাগরাকাটায় চিতা বাঘে চিতাবাঘে লড়াইয়ে আহত চিতা
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: দুই চিতাবাঘের লড়াইয়ে জখম হল একটি। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ঘাঠিয়া চাবাগানে। বৃহস্পতিবার বিকালে শেষ পর্যন্ত আহত চিতাটিকে ঘুমপাড়ানি গুলি করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিতসার জন্য। অন্যদিকে এদিনই মেটেলি ব্লকের বরদিঘি চাবাগানে চিতাবাঘের হামলায় এক যুবক জখম হয়েছে। স্থানিয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে, গত বুধবার রাত দশটা নাগাদ পাশেই লুকসান চাবাগানে দুটি চিতাবাঘের গর্জন করতে দেখে। পরক্ষনেই তারা বুঝতে পারে যে দুটি চিবাঘের লড়াই চলছে। ভয়ে শ্রমিকেরা সেখান থেকে প[আলিয়ে যায়। রাত দশটা থেকে গভির রাত একটা পর্যন্ত এই লড়াই চলে বলে জানা গিয়েছে। এদিন সকালে ঘাঠিয়া চাবাগানের ৬,৭নং সেকশনে শ্রমিকেরা কাজ করতে গিয়ে দেখে একটি জখম চিতা খুড়ে খুরে ঘুরে বেড়াচ্ছে। এরপর খবর পেয়ে বিকেলে ঘুমপাড়ানি গুলি করে কাবু খুনিয়া রেঞ্জের বনকর্মি চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়। জলপাইগুড়ি বন্যপ্রান শাখার ডিএফও নিশা গোস্বামি বলেন, দুইটি চিবাঘের লড়াই একটি চিতাবাঘ জখম হয়েছে।আমরা তাকে উদ্ধার করে লাটাগুড়িতে নিয়ে এসেছি। চিকিতসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)