চামুর্চীতে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মিছিল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: ডুয়ার্সের ভুটান সীমান্ত সংলগ্ন শহর চামুর্চীতে বৃহস্পতিবার দুপুরে এক শান্তি মিছিলের আয়োজন করা হয়। বিগত ১১ তারিখ থেকে চামুর্চীতে চলছে শীতকালীন উৎসব। এই উৎসবের অংশ হিসেবেই আজ নানা ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলতে মিছিল করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মিছিলটি পঞ্চায়েত অফিস থেকে শুরু হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। মিছিলে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ ‘সশস্ত্র সীমা বল’ এর জওয়ান ও আধিকারিকেরাও পা মেলান। শীতকালীন উৎসব কমিটির আহ্বায়ক সন্দীপ ছাত্রী ও সভাপতি রেজা করিম জানান এদিন শান্তি মিছিলের শেষে একটি সভার ও আয়োজন করা হয়। সভা থেকে বিভিন্ন ধর্মের প্রতিনিধি যেমন মৌলবি-পাদ্রি-লামা-পণ্ডিতেরা একই মঞ্চ থেকে সাম্প্রদায়িক সৌহার্দ্য গড়ে তোলার আহ্বান জানান। এই উৎসব আগামী ১৭ তারিখ পর্যন্ত চলবে।
ছবিঃ টী.এন.আই সংবাদদাতা