উওরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতির জরুরি সভা ময়নাগুরিতে
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: বৃহস্পতিবার ময়নাগুরি নতুনবাজার বাস টার্মিনাসের দ্বীতল ভবনে উওরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতির এক জরুরি সভা আয়োজিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কেন্দ্রিয় কমিটি তথা উওরবঙ্গের ক্ষৌরকার সমিতির লোকজন। উল্লেক্ষ ১লা জানুয়ারি ময়নাগুরি ব্লকের দক্ষিন পুটিমারি এলাকার বাসিন্দা শ্রী বিরেন শর্মা যার রাজার হাটে সেলুন দোকান আছে তার সেলুন দোকান গত দেড় মাস যাবৎ কেউ বা কাহারা জোর জাবৎ বন্ধ করে দেন। আগামী ১৫ই ফেব্রুয়ারি এর মধ্যে সেই বিরেন শর্মার দোকান খুলে দেবার জন্য এর আগে তারা ময়নাগুরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও জানান। এদিনের সভা প্রসঙ্গে ময়নাগুরি ব্লক ক্ষৌরকার সমিতির সভাপতি শ্রী হরেকৃঞ শর্মা জানান ১৫ই ফেব্রুয়ারি এর মধ্যে বিরেন শর্মার দোকান খুলে দেবার ব্যবস্থা করে না দিলে ১৯শে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্ট ধর্মঘটে যেতে বাধ্য হবেন তারা। উক্ত ধর্মঘটে সেলুন দোকান ও বাজারের ক্ষৌরকর্ম এবং বিবাহ, শ্রাদ্ধ, অশৌচ কর্ম ইত্যাদি সমস্ত প্রকার বৈদিক কর্মাদিতে ক্ষৌরকর্ম বন্ধ থাকবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)