জলপাইগুড়িতে চুরির ঘটনায় গ্রেফতার পরিচারিকা
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১১ই ফেব্রুয়ারি ২০১৮: ভুয়ো পরিচয় ব্যবাহার করেও লাভ হল না। শেষ পর্যন্ত পরিচয় গোপন কারী পরিচারিকাকে গ্রেফতার করল পুলিশ এবং তার থেকে উদ্ধার হহল প্রচুর সোনার গয়না। শনিবার রাতে ঘোষপুকুর এলাকা থেকে গ্রেপ্তার হয় মুনমুন গাঙ্গুলি (৩৫) নামে এক মহিলা। গত ৫ই ফেব্রুয়ারি জলপাইগুড়ির কদমতলা সংলগ্ন পাটগোলার বাসিন্দা শ্রী শেখর মৈত্র কোতয়ালি থানায় অভিযোগ করেন তার বাড়ির কাজের মাসি বাড়ির আলমারি থেকে সোনাদানা নিয়ে চম্পট দেয়। অভিযোগ পেয়েই জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ তদন্তে নেমে দার্জিলিং জেলার ঘোষপুকুর ফৌজিজোত এলাকা থেকে এই পরিচারিকা
মুনমুন ওরফে মামনি গাঙ্গুলি ওরফে রেখা বিশ্বাসকে গ্রেপ্তার করে। তার থেকে চুরি যাওয়া মাল উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অলংকারের মধ্যে রয়েছে ছয়টি আংটি, তিন জোড়া কানের দুল, একটি গলার হার, ও একটি চুরি। বাড়ির মালিক শ্রী শেখর মৈত্র জানান, “আমরা খবরের কাগজে বিঞ্জাপন দিয়েছিলাম।। তাই দেখে আমরাদের বাড়িতে কাজে যোগ দেয় ওই মহিলা ১০ই জানুয়ারি। আমাদের কাছে পরিচয় গোপন করেছিল। গত ফেব্রুয়ারি মাসের কাউকে না বলে চলে যায়। কিছু দিন পর বিয়ে বাড়ির নিমন্ত্রনে যাবার আগে আলমারি খুলে দেখতে পাই সোনার গহনা নেই। জলপাইগুড়ি কোতয়ালী থানার এস আই শ্রী শঙ্কর দাস জানান, আমরা অভিযোগ পেয়ে পরিচারিকাকে মোবাইলের সুত্র ধরে গ্রেপ্তার করি। উদ্ধার হয়েছে বেশ কিছু সোনা। আরো সোনা উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)