শিক্ষক সহ প্রাক্তন সেনাকর্মী বমাল ধরা পড়ল বইরুই এর আঁশ সমেত
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বেলাকোবা ১০ই ফেব্রুয়ারি ২০১৮: ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্স। আটক করা হল চার পাচারকারীকে। উদ্ধার হল প্রায় ৬ কেজি বইরুই এর আঁশ। চোরাবাজারে যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ধৃত চারজনের মধ্যে ১জন প্রাক্তন সেনাকর্মী ও একজন শিক্ষক। চারজনের মধ্যে একজন নেপালের বাসিন্দা বাকি, তিনজন দার্জিলিং এর বাসিন্দা। টোটোচালক সেজে প্রায় ২৪ ঘন্টা ওৎ পেতে থাকার পর শুক্রবার রাতে শালুগাড়ার একটি হোটেল থেকে এদের গ্রেফতার করেন টাস্ক ফোর্স প্রধান তথা বেলাকোবার বনদপ্তেরে ‘সিংঘাম’ রেঞ্জার শ্রী সঞ্জয় দত্ত ও তার টিম। বিলুপ্তপ্রায় বইরুই একটি বিরল প্রজাতির প্রানী, যার সংখ্যা প্রতি দিন প্রতি মুহূর্তে কমে যাচ্ছে এই ধরনের বে-আইনি শিকার করার ফলে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)