ফালাকাটার ৮ বছরের বালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৮ই ফেব্রুয়ারি ২০১৮: পঞ্চম শ্রেনীর এক ছাত্রের ঝুলন্ত মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছাড়লো এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ গ্রামপঞ্চায়েতের সরুগাও ঘাটপার এলাকায়। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশের বাশ ঝাড় থেকে গলায় গামছা দিয়ে ফাস লাগানো অবস্থায় পঞ্চম শ্রেনীর এক ছাত্রের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এবিষয়ে ফালাকাটা থানারর আই.সি শ্রী বিনোদ গজমের বলেন বাড়ির পাশের বাঁশবাগান থেকে একটি বালকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়মাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। স্থানীয় প্রতিবেশী ও পুলিশ সূত্রে খবর মৃত ওই বালকের মা বাবা কেউও ছিলেন না। সে আট বছর ধরে সরুগাও ঘাটপার এলাকায় তার পালিত মা বাবার কাছেই থাকতেন। প্রতিবেশীরা জানান ওই বালক বাড়ির সকলের অবাধ্য ছিল। গতকাল সন্ধ্যা বেলাতেও বাড়ির বাইরেই তাকে ঘুরতে দেখা যায় বলে জানান প্রতিবেশীরা। তবে ওই বালক গতকাল রাতেই ফাস লাগিয়েছেন কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখছেন পুলিশ।