জলপাইগুড়িতে খুড়তুতো ভাইয়ের থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ৭ই ফেব্রুয়ারি ২০১৮: খুড়তুতো ভাইয়ের বুকে ছুরি ঠেকিয়ে ছিনতাই এর অভিযোগ উঠল ভাইয়েদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার দুই ভাই। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ধুপগুড়ি কলেজপাড়া এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযোগকারীর নাম জশিবুল ইসলাম। বাড়ি কোচবিহার জেলার কুচলিবাড়িতে। পাশেই বাড়ি দুই খুড়তুতো ভাই দিলওয়ার ইসলাম এবং হাফিজুর রহমান। সপ্তাহখানেক আগে তিনজন জলপাইগুড়ি আসে। সঙ্গে আরও দুই যুবক ছিল। তারা প্রথমে জশিবুলকে ভুলিয়ে ভালিয়ে জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর তার পেটে ছুরি ঠেকিয়ে জশিবুলের কাছে থাকা ৭২ হাজার থাকা ছিনতাই করে এবং তাকে মারধোর করে বলে অভিযোগ ।তারপর পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।জশিবুল সেদিনই কোতোয়ালি থানায় দুই খুড়তুতো ভাই দিলওয়ার ও হাফিজুর সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। মঙ্গলবার সূত্রে মারফত খবর আসে দুই ভাই ধুপগুড়িতে লুকিয়ে রয়েছে। রাতেই কোতোয়ালি থানার পুলিশ ধুপগুড়ি থানার সাহায্য নিয়ে ওই দুই ভাইকে গ্রেফতার করে জলপাইগুড়ি নিয়ে আসে। জানা গিয়েছে এদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ রয়েছে, যার ফলে এই ঘটনা।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)