লাটাগুড়িতে চিতা মানুষ সংঘাত, পালাল চিতা
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই লাটাগুড়ি ৫ই ফেব্রুয়ারি ২০১৮: চিতাবাঘ মানুষ সংঘাত। গুরুতর আহত হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত চিতাবাঘকে নিজের বাহুবলে পালাতে বাধ্য করল পেশায় চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ডুয়ার্সের বড়দিঘী চা বাগানে। আহত শ্রমিকের নাম আল্ফান বাবলা। আহত এই শ্রমিক বর্তমানে মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে সোমবার ওই শ্রমিক বড়দিঘী বা্রত্মানে ৮৮ নং সেকশনে কর্মরত অবস্থায় থাকাকালীন হঠাৎই তার উপর ঝাপিয়ে পড়ে একটি চিতাবাঘ। চিতার আক্রমনে অপ্রস্তুত আল্ফান মাটিতে পড়ে যান। তবে এক মুহুর্তের জন্য নিজের দুর্বলতা প্রকাশ না করে চিতার উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করে। চিতাটি তার মুখে কামড় দিয়ে ধরলে দুই হাতে চিতার শরীরে আঘাত করতে থাকে আল্ফান। আল্ফানের আঘাতে চিতার শরীর বাহ্যিক কোনো ক্ষতি না হলেও ঘুসিতে চিতাটি পালাতে বাধ্য হয় এবং এলাকা ছাড়ে। বিষয়টি লক্ষ্য করতেই স্থানীয়রা এগিয়ে আসে এবং আল্ফানকে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। গরুমারা বন্যপ্রাণী বিভাগ সুত্রে জানা গিয়েছে, আহত ওই শ্রমিকের চিকিৎসা খরচ বনদপ্তরের তরফ থেকে দেওয়া হবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)