আলিপুরদুয়ার জেলার জোড়া চা বাগান খোলায় খুশির মহল জেলা জুড়ে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই আলিপুরদুয়ার ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বন্ধ হান্টাপাড়া চা বাগান ও গেরগেন্ডা চা বাগান রবিবার থেকে খুলে গেলো, গত ৩ বছর থেকে বন্ধ অবস্থায় পড়ে ছিলো বাগানদুটি। উপস্হিত ছিলেন জেলা শাসক দেবিপ্রসাদ করণম, এসপি শ্রী আভারু রবীন্দ্রনাথ, জেলা সভাধিপতি মোহন শর্মা, মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিধায়ক মনোজ টিগ্গা, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদম লামা, তৃণমূল মজদুর উনিয়নের নেতা শ্রী মান্নালাল জৈন সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা, তৃণমূল জেলা সভাধিপতি শ্রী মোহন শর্মার হাতে বন্ধ দুই চাবাগানের গেট খুলে বাগানের শুভসূচনা হয়, বাগান দুটি খোলায় খুশির হাওয়া শ্রমিক মহলে, শ্রমিকরা নানারকম নাচ গান করে আগত নতুন মালিকপক্ষকে স্বাগত জানান মেরিকো এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি বন্ধ চা বাগান দুটি অধিগ্রহণ করে, মালিক পক্ষ জানান,বন্ধ চা বাগানকে নতুন করে দাঁড়া করানো একটি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন বাগান কতৃপক্ষ। আগামীকাল সোমবার থেকে দুই বাগানে নিয়মিত কাজ শুরু হবে। সোমবার থেকে ফ্যাক্টরির হুইসেলের আওয়াজে শ্রমিক মহলের ঘুম ভাঙবে। বাগান দুটি পুনরায় খোলায় খুশি বাগানের সমস্ত শ্রমিকরা। গত তিন বছরে বন্ধ থাকাকালীন চা বাগানে যা যা সমস্যা ছিল তার সমাধান করার জন্যে মালিকপক্ষ প্রথম থেকেই চেষ্টা করে যাবে বলে জানান বাগান মালিকপক্ষ, জেলা সভাধিপতি মোহন শর্মা বলেন, তিনি মাসে একবার করে বাগান পরিদর্শনে আসবেন বলে জানান বাগানের সুবিধা অসুবিধার ব্যাপারে খোঁজ খবর নেবার উদ্দেশ্যে।