অফিস ক্রিকেটের ফাইনাল ম্যাচ আয়োজিত হল ইসলামপুরে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮: রবিবার ইসলামপুর মহকুমা অফিস স্পোর্টস অ্যাসসিয়েশন আয়োজিত শোভন লাল সেনগুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স এবং স্বস্তিক দাস মেমোরিয়াল রানার্স আপ লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা স্থানীয় কোর্ট ময়দানে অনুষ্ঠিত হয়। এদিনের ফাইনাল ইসলামপুর এসডিও ইআরসি বনাম চোপড়া ব্লক ইআরসি এর মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চোপড়া ব্লক ইআরসি। নির্ধারিত ২০ ওভারে 8 উইকেটের বিনিময়ে ৮৯ রান সংগ্রহ করে চোপড়া। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৭৪ রানে গুটিয়ে যায় ইসলামপুরের ইনিংস। ১৫ রানের ব্যবধানে টুর্নামেন্টের চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেয় চোপড়া ব্লক ইআরসি। উল্লেখযোগ্যভাবে ৩ ওভার বল করে মাত্র ৪ রানের বিনিময়ে ৪ টি উইকেট নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন চোপড়া দলের চন্দন চট্টোপাধ্যায়। উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর থেকে ৮ টি টিম নিয়ে সপ্তম বর্ষ শোভন লাল সেনগুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স এবং স্বস্তিক দাস মেমোরিয়াল রানার্স আপ লীগ কাম নকআউট টুর্নামেন্টের সূচনা হয়েছিল। ফাইনাল খেলার ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন চন্দন চট্টোপাধ্যায়। টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন মেহতাব আলম এবং বেস্ট বলার হিসেবে নির্বাচিত হন শুভ ঘোষ। টুর্নামেন্টের ফেয়ার প্লে পুরস্কার অর্জন করে ইসলামপুর কলেজ ইআরসি পুরস্কারটি তুলে দেন ইসলামপুর মহকুমা অফিসে স্পোর্টস আয়েসসিয়েশনের সম্পাদক সুকুমার দাস।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)