ভিন রাজ্যে গৃহকর্ত্রী খুনের ঘটনায় ফেরার তিন অভিযুক্ত গ্রেফতার জলপাইগুড়িতে
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১লা ফেব্রুয়ারি ২০১৮: ভিন রাজ্যে গৃহকর্ত্রীকে খুন করে ফেরারের ঘটনায় তিন অভিযুক্ত গ্রেফতার জলপাইগুড়ি থেকে। তামিলনাড়ুতে এক বাড়িতে টাইলসের কাজ করে এই তিন অভিযূক্ত গত ২৫ জানুয়ারিতে কাজের পয়সাও নেয় বাড়ির মালিকের থেকে। এরপর সেই রাতে বাড়ির মালিক এবং তার স্ত্রীকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করার চেষ্টা করে।অভিযুক্তরা জলপাইগুড়ি সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা। হত্যার চেষ্টার ঘটনায় তাতে গৃহকর্ত্রীর মৃত্যু হলেও গৃহকর্তা বেঁচে গিয়েছেন বলে জানিয়েছেন তামিলনাড়ু পুলিশের বিশেষ দলের এক অফিসার। খুন করার পর এই তিন যুবক গৃহকর্তীর গলার সোনাগয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের হতেই খুনের ঘটনায় তদন্তে নামে কোয়েম্বাটুর জেলার উনুর থানার পুলিশ। মোবাইল টাওয়ারের লোকেশন দেখে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে। তারপর জলপাইগুড়ি পুলিশের সাথে যোগাযোগ করে তামিলনাড়ু পুলিশের ১০ জনের একটি দল গাড়ি নিয়ে বুধবার জলপাইগুড়ি আসে এবং জলপাইগুড়ি কোতয়ালী থানার সহযোগিতায় রাতেই তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে দুই রাজ্যের পুলিশ।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)