সেচ দপ্তরের বড় বাবু আত্মঘাতী হলেন ইসলামপুরের সরকারী আবাসনে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৩১শে জানুয়ারি ২০১৮: ইসলামপুর সেচ দপ্তরের সরকারী আবাসনে কর্মীর রহস্যজনক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সেঁচ দপ্তরের কাজ চলাকালীন টিফিনের বিরতিতে আবাসনে গেলে আর ফেরেনি সমীর বন্দ্যোপাধ্যায়(৪৬)। সমীর বাবুর বাড়ি রায়গঞ্জে। সরকারী আবাসনেই বড়বাবুর আত্মঘাতী হবার খবর পেয়ে ছুটে আসেন নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি দপ্তরের কর্মীরা। মৃত কর্মী ওই দপ্তরের বড়বাবু হিসেবে কর্মরত ছিলেন। আবাসনে বড়বাবু তার স্ত্রীর সাথে থাকতেন। এদিন সন্দীপবাবুর স্ত্রী পুজো দিতে স্থানীয় কোনও এক মন্দিরে গিয়েছিলেন। এই সুযোগেই তিনি বাড়িতে বৈদু্তিক পাখার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী জানান,বুধবার এই খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।তবে কি কারণে এই আত্মহত্যার ঘটনা তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।