ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস করা হল চোপড়ায়
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চোপড়া ৩০শে জানুয়ারি ২০১৮: মঙ্গলবার চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের শক্তিনগর কলোনিতে মোডেল ইংলিশ স্কুলের শিলান্যাস করলেন বিধায়ক হামিদুল রহমান। বিধায়ক হামিদুল রহমান নিজের চা বাগানের সারে তিন একর জমি দিয়ে মঙ্গলবার স্কুলের শিলান্যাস করেন। এলাকার উন্নয়ন ও শিক্ষার হারকে বৃদ্ধি করার জন্য চোপড়ার কোথাও জমি না পেয়ে তাই নিজের চাবাগানের জমি দান করেন বিধায়ক হামিদুল রহমান। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ কোটি টাকা দিয়ে এই স্কুল নির্মান করা হবে। এখন ৪ কোটি ৪৩ লক্ষ ৬ হাজার ৭২৮ টাকা দিয়ে কাজ শুরু হল। সারে তিন একর জমিতে এই স্কুল নির্মান করা হবে। ক্লাস ১ থেকে ক্লাস ১২ পর্যন্ত পড়ানো হবে। বিধায়ক হামিদুল রহমান বলেন, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক সবচেয়ে পিছিয়ে পরা ব্লক। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ভালো স্কুলে টাকা অভাবে পড়তে পারচ্ছে না। এই স্কুল হলে এলাকার ছেলেমেয়েরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই শিলান্যাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক হামিদুল রহমান, চোপড়ার বিডিও শ্রী সুবল বিশ্বাস, চোপড়া এলাকা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ এলাকার বিশিষ্ট গুরুজনেরা। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, এলাকার ছাত্র-ছাত্রীদের শৈশবকাল থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমাদের সরকারের এই পদক্ষেপ। পাশাপাশি এলাকার গরীব অভিভাবকরাও সরকারী সহযোগিতায় তাদের সন্তানদের ইংরেজি পড়াতে পারবেন।।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)