চোপড়ার দাসপাড়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয় মোট ২৪ জন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চোপড়া ৩০শে জানুয়ারি ২০১৮: চোপড়ার দাসপাড়ায় গতকালের কংগ্রেস তৃনমূল কংগ্রেসের সংঘর্ষের ঘটনায় পুলিশ দুই পক্ষের মোট ২৪ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার ইসলামপুর আদালতে হাজির করান। ধৃতদের মধ্যে আছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি শ্রী অশোক রায় এবং তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী চিত্ত রায়ের ছেলে শ্রী জীবন রায়। গতকাল চোপড়ার দাসপাড়া পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি দিতে যায়। স্মারকলিপি চলাকালীন দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে প্রথমে লাঠি পড়ে কাদানে গ্যাস ছোড়ে। স্থানীয় মানুষের অভিযোগ পুলিশ শূন্যে তিন রাউন্ড গুলি চালিয়েছিল। তবে গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ সুপার শ্রী শ্যাম সিংহ। ধৃত ২৪ জনের মধ্যের ১১ জন তৃনমূল কংগ্রেসের বাকি ১৩ জন কংগ্রেস কর্মি। কংগ্রেস নেতা শ্রী অশোক রায়ের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার না করে রাতের অন্ধকারে তাকে টেলিফোনে ডেকে এনে গ্রেপ্তার করছে। তৃনমুল কংগ্রেস নেতা চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির আবেদীন জানিয়েছেন, চোপড়ার দাসপাড়ায় গন্ডোগোল করেছে কংগ্রেস কর্মিরা। আর তাদের ১১ জন কর্মীকে গ্রেফতার করল। ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী শ্রী সঞ্জয় ভাওয়াল বলেন, এসিজেএমের বিচারক শ্রী কৃষ্ণ মুরারী প্রসাদ গুপ্তা চোপড়ার ঘটনায় ধৃত ২৪ জনকেই ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ফের ধৃতদের আদালতে হাজির করা হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)