গা-ছাড়া পরিচালনায় প্রথম দিন শিলিগুড়ি প্রথম ডিভিশন ক্রিকেটে ম্যাচ জিতল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৯শে জানুয়ারি ২০১৮: শিলিগুড়ির ইতিহাসে এই প্রথমবার শিলিগুড়ি প্রথম ডিভিশন ক্রিকেট লীগে শুরু হলো স্কোরিং বোর্ড, পানিও জল এবং খেলোয়াড়দের বসার চেয়ার ছাড়াই। আজকের প্রথম দিনের খেলায় পরস্পর প্রতিদ্বন্দিতা করে শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাব এবং ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, প্রথমে টসে জিতে সুভাষ স্পোর্টিং ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা সব উইকেট হারিয়ে ৩১.৪ ওভারে ১৫৫ রান করে। সুভাষ স্পোর্টিং ক্লাবের হয়ে ভালো ব্যাট করে আত্রেয়ী দে ৩০, গৌরব প্রধান ৩১। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের হয়ে ভালো বল করে আদিত্য হালদার। সে ৪ উইকেট দখল করে এবং সুরজিৎ সিনহা ৩ উইকেট দখল করে। জবাবে ফ্রেন্ডস ইউনিয়ন ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে জয়ের জন্য রান তুলে নেয়। ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে ভালো রান করে চন্দ্র ভূষণ সিংহ ৫০, মৃত্যুঞ্জয় ঘোষ ২৪, এবং আলোক বর্মন ২৬। ফ্রেন্ডস ইউনিয়ন ৪ উইকেটে জয় পায়। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চন্দ্র ভূষণ সিং। আজকের এই খেলায় পানীয় জল, স্কোরিং বোর্ড, ও খেলোয়াড়দের বসার চেয়ার সময় মত উপস্থিত না হওয়ার জন্য প্রাক্তন খেলোয়াড়রা দায়ী করেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কে। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব শ্রী অরুপরতন ঘোষ সংবাদ মাধ্যম কে জানান যে আজ প্রথম ডিভিশন ক্রিকেটের প্রথম দিন এই অসুবিধা হলেও পরের দিন থেকে এই অসুবিধা থাকবে না।