ফালাকাটায় ‘বাংলা আবাস দিবস’ পালন করা হল আজ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৯শে জানুয়ারি ২০১৮: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ফালাকাটা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সোমবার ফালাকাটা সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তর প্রাঙ্গণে পালিত হল বাংলা আবাস দিবস। এর শুভ সূচনা করেন আলিপুরদুয়ার জেলার জেলা সমাহর্তা শ্রী দেবী প্রসাদ করণম, প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী, উপস্তিত ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের কর্মাদক্ষ শ্রীমতী শ্রাবণী দাস, ফালাকাটা সমষ্টি উন্নয়ন অধিকারীক শ্রীমতী স্মৃতা সূব্বা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, ফালাকাটার সকল গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সকল সদস্য কর্মাদক্ষ, ফালাকাটা সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরের সকল কর্মীবৃন্দ প্রমুখ।
এখানে ১০২৩ টি পরিবারের প্রধানদের এক লক কুড়ি হাজার টাকা করে দেওয়া হল ঘর নির্মণের জন্য। এই টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এদিন এই হাজার তেইশটি পরিবারের প্রধানদের হাতে একটি করে সংসাপত্র ও দিপ্রাহরিক ভোজন করানোর ব্যবস্থা করেন কর্তিপক্ষ। ফালাকাটা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কয়েকজনকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে সংসাপত্র প্রদান করেন উপস্তিত অতিথিবৃন্দ।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)