সিপিএম এর ২২ তম জেলা সম্মেলন হল আজ ইসলামপুরে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৭শে জানুয়ারি ২০১৮: সিপিএম এর ২২ তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হয় ইসলামপুর কোর্ট ময়দানে। সেই প্রকাশ্য সমাবেশে পুলিশকে কটাক্ষ করে সাংসদ তথা পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, প্যান্ট খুললে দেখা যাবে তৃণমূলের ঝান্ডার আন্ডারওয়্যার পরে বসে আছে পুলিশ। তাই পুলিশে অভিযোগ করে লাভ হয়না এখন। ইসলাপুরে দলের জেলা সম্মেলনের প্রকাশ্য সভায় একথা বলেন তিনি। জানা গিয়েছে, সিপিএম দলের জেলা সম্মেলনের দলীয় পতকা লাগাতে গেলে বাধা দেয় তৃনমূল দলের সদস্যরা বলে অভিযোগ। সিপিএমের সদস্যরা ঘটনা জানিয়ে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করতে যায়। ইসলামপুর থানায় সেই অভিযোগ নেওয়া হয়নি। তারই পরিপ্রেক্ষিতে প্রকাশ্য সম্মেলনে পুলিশের উদ্দেশ্যে একথা বলেন সাংসদ মহম্মদ সেলিম। এই সমাবেশে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ মহঃ সেলিম, শিলিগুড়ির মেয়র শ্রী অশোক ভট্টাচার্য, সিপিএমের প্রাক্তন মন্ত্রী শ্রী মানব মুখার্জি সহ উত্তর দিনাজপুর জেলার সিপিএমের লোকাল নেতৃত্বগন। এছাড়াও এদিন শ্রী অশোক ভট্টাচার্য থেকে শুরু করে শ্রী মানব মুখার্জী ও সাংসদ মহঃ সেলিম প্রত্যেকেই কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে মমতার তৃনমুলের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি ইসলামপুর বাইপাস প্রকল্পে কৃষকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুড়ে সিপিএম নেতাদের জেলে ঢুকিয়ে জমির ন্যায্য মূল্যের দাবীর আন্দোলনকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন সিপিএমের পলিটবুরোর সদস্য তথা সাংসদ মহঃ সেলিম।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)