জাতীয় পতাকার অবমাননা ইসলামপুরের শিশু শিক্ষা কেন্দ্রে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৭শে জানুয়ারি ২০১৮: ইসলামপুর সদর চক্রের ডিমরুল্লা আদিবাসী শিশু শিক্ষা কেন্দ্রে ৬৯ তম প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করা হলেও আজ শনিবারও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুন্ন করে আজও নামানো হয়নি জাতীয় পতাকা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় গিয়ে জানা গেল, স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা বিকালে পাঁচটার আগে নামানোর বিষয়ে কিছু জানেন না, তবে তাঁদের মতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবিষয়ে জানা উচিত। আজ শনিবারও রীতিমতো স্কুল খোলা হয়েছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। তবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পতাকা কেন নামাননি সেবিষয়ে বাসিন্দারা কিছু জানেন না। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে যোগাযোগ করা যায়নি। তবে ইসলামপুরের বিডিও শতদল দত্তের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা সামুয়েল মুর্মু বলেন, এসব আমরা কিছু জানিনা। এগুলো তো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জানা উচিত। আজকেও স্কুল খোলা ছিল। মাডাম এসেছিল ওনারা কেন সময়মতো জাতীয় পতাকা নামালো না।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)