আসন্ন পঞ্চায়েত নির্বাচন, দিন ঘোষনার আগেই মাঠ পরিষ্কার করার কাজে ব্যস্ত তৃণমূল
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৬শে জানুয়ারি ২০১৮: সামনে আসছে পঞ্চায়েত নির্বাচন, বাকি আছে বুথ ও অঞ্চল ভিত্তিক ফিল্ড কমিটি গঠনের কাজ৷ কুচবিহার জেলার মেখলীগঞ্জ ব্লকে তৃণমূল এর ছবিটা একটূ অন্যরকম৷ বেশ কয়েক মাস ধরে মাঝিহীন নৌকার মত চলছিল তৃণমূল৷ এই ব্লকের গত বিধানসভা থেকে আজ পর্যন্ত একের পর এক নিজ ঘরে ঠান্ডা লড়াই সহ প্রকাশ্য কোন্দল জেলা সহ রাজ্য স্তরে পৌঁছায়৷ দীর্ঘ টানাপরেনর পর অবশেষে ভারপ্রাপ্ত শ্রী উদয়ন গুহ এবং শ্রী বিনয় কৃষ্ণ বর্মণ সহ শ্রী রবীন্দ্র নাথ ঘোষ এর নিয়ন্ত্রণে গঠিত হয় একটি কোর কমিটি৷ ব্লকে ব্লক সভাপতি পদ নিয়ে যেহেতু সমস্যা, সেই সমস্যার অবসান ঘটানো হয়৷ গঠন করা হয় একটি কার্যকর কোর কমিটি যেখানে দুই জন প্রভাবশালী নেতাকে দায়িত্ব দেয়া হয় তৃণমূল ব্লক স্তরের প্রধান কান্ডারী হিসাবে৷ এনারা হলেন গত বিধান সভার নির্বাচনের লড়াকু নেতা শ্রী উদয় রায় এবং প্রাক্তণ ব্লক সভাপতি লক্ষীকান্ত সরকার৷ এর সাথে গঠিত হয় কমিটির সদেস্য ও নিয়ামক৷ ঘোষিত কমিটির পর থেকেই নুতন ভাবে তৃণমূল শিবিরে ব্যাপক মাত্রা নিয়ে আসার জন্য দিন ভর সভা – পথসভা করছেন যুগ্ম কনভেনর শ্রী উদয় রায় ও শ্রী লক্ষীকান্ত সরকার৷ সামনে পঞ্চায়েত নির্বাচন, কিন্তূ এখনও পর্যন্ত বুথ ও অঞ্চল স্তরে পদের বিন্যাস করা হয়নি৷ যা নিয়ে সাধারণ কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করছেন এমনই তথ্য উঠে আসছে৷ এদিন কোচবিহারের রাসমেলা ময়দানে এক সভায় যোগ দেন মেখলিগঞ্জ ব্লক যুগ্ম কনভেনর শ্রী উদয় রায়৷ ওই মঞ্চে উচচ পর্যায়ের মন্ত্রী ও প্রতিনিধিদের সাথে একগুচ্ছ পরামর্শ ও নির্দেশনা নেন শ্রী উদয় বাবু এমনটাই জানান সংবাদ মধ্যমকে শ্রী উদয় রায়৷ তিনি এও জানান মেখলিগঞ্জের তৃণমূল কে গঠনমূলক ভাবে গড়ে তুলতে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন লক্ষ্য রেখেই গোটা ব্লকের বুথ ও অঞ্চল ভিত্তিক কার্যকরী কমিটির পূর্ণরুপ প্রতিষ্টা করা এবং প্রত্যক কর্মীকে নির্ভীক ও একত্রিত ভাবে কাজ করার জন্য প্রয়াস জোগাবেন, এর সাথে জানান ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করে বৃহত্তর এক তৃণমূল শিবির গড়ে তুলবেন৷ যাতে আগামী নির্বাচনে প্রত্যক বুথে পঞ্চায়েত তৃণমূলের ঝুলিতে আসে৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)