আজ নেতাজী’র জন্মদিনে ইসলামপুর শিশু উদ্যানে পুষ্প প্রদর্শনী
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৩শে জানুয়ারি ২০১৮: মঙ্গলবার ইসলামপুর শিশু উদ্যানে বন দপ্তর আয়োজিত পুষ্প, ফল ও ফুল প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। জানা গিয়েছে, আগের থেকে বর্তমানে পার্ক যেন আরও ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে। তবে পরিকাঠামোগত কিছু অসুবিধার জন্য পার্কের জায়গা সম্প্রসারণ করতে একটু অসুবিধা হচ্ছে। তবে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামপুর পার্ক ও বন বিভাগের উদ্যান ও কানন উত্তর বিভাগের উদ্যোগে এদিন আয়োজিত হলো ষষ্ঠ বার্ষিক পুষ্প প্রদর্শনী। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক তথা চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, মহকুমাশাসক শেরিং ওয়াই ভুটিয়া, ইসলামপুর এর অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং উদ্যান ও কানন উত্তর বিভাগের অধিকারিক কৌশিক চৌধুরী। এবছরের এই পুষ্প প্রদর্শনীতে প্রচুর প্রজাতির ফুল ফল প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠদের মানপত্র ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও ইসলামপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নাচ, গান, আবৃত্তি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী মন্ত্রী গোলাম রব্বানী বলেন, এলাকার ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ ও সংস্কৃতিকে তুলে ধরে একদিকে উৎসব আর অন্যদিকে ধারাবাহিক উন্নয়ন একমাত্র করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুর শিশু উদ্যানে নেতাজী’র জন্মদিন পালনের পাশাপাশি বনদপ্তরের পুষ্প, ফল ও ফুল প্রদর্শনী সেই বার্তাই বহন করে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)