জলপাইগুড়িতে নদীতে বিষক্রিয়ায় মাছে মোড়ক দেখা দিল
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১৬ই জানুয়ারি ২০১৮: নদীতে বিষক্রিয়ায় মাছে মোড়ক। জলপাইগুড়ির তিস্তা নদীর মোহনায় বিষ প্রয়োগে প্রচুর নদীয়ালী মাছের মৃত্যু হল। ঘটনায় চোরা মাছ শিকারিদের প্রতি তীর। তারাই রাতের অন্ধকারে নদীর জলে বিষ দিয়ে মাছ মারার চেষ্টা করেছে। জলপাইগুড়ি শহর থেকে প্রায় ১০ কিমি দূরে তিস্তা আর করলা নদীর মোহনার কিছুটা আগে প্রচুর মাছ ভেসে উঠতে দেখা যায়। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত নদীর জলে একাধিকা মাছ ভেসে ওঠে। এই খবর পেয়ে এলাকায় মানুষেরা ছুটে আসে। ফলি, বাটা, রুই, সহ বিভিন্ন নদীয়ালী মাছ এদিন ভেসে ওঠে। এছাড়াও প্রচুর কাকড়া ভেসে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও প্রশাসনের কোন ভুমিকা এখন পর্যন্ত দেখা যায়নি বলে অভিযোগ। এদিকে স্থানিয় বাসিন্দারা মাছের খবর পেয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় বাড়িতে। স্থানিয় বাসিন্দারা জানান, সোমবার থেকে এখন পর্যন্ত প্রচুর মাছ মরে ভেসে উঠেছে। রাতের অব্ধকারে বিষক্রিয়া করে মাছ ধরা হয়। যারা এই ঘটনায় সাথে যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)