ধুপগুড়ীতে শুরু হল জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহে অর্গানিক মেলা
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৪ই জানুয়ারি ২০১৮: জৈব পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহ প্রদানে দুইদিন ব্যাপী জৈব মেলার সুচনা করল ধূপগুড়ি ব্লক কৃষি দপ্তর। ধুপগুড়ির পশ্চিম মাগুরমারি নিম্ন বুনিয়াদি স্কুলের মাঠে দুইদিন ব্যাপী এই মেলার সুচনা হয় রবিবার। মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নূর জাহান বেগম, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক শ্রীমতী মিতালি রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী দীপিকা ওরাও সহ আরো বিষিষ্ট ব্যক্তিরা।
পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার আওতায় এই জৈব মেলা ব্লকের সমস্ত কৃষকদের রাসায়নিক সার প্রয়োগে চাষাবাদ ব্যতি রেখে জৈব সার দ্বারা চাষে উৎসাহী করাই মুল উদ্দেশ্য। মেলার বিভিন্ন স্টল গুলিতে জৈব সার প্রয়োগ করে উৎপাদিত নানা ফসল রাখা হয়েছে। ধুপগুড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা ডঃ দেবাশিষ সর্দার বলেন, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার আওতায় ইতিমধ্যেই ব্লকের চামটিমুখি, মাগুরমারি সহ বিভিন্ন এলাকায় কৃষকদের প্রশিক্ষন দেওয়া হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)