পথ নিরাপত্তা সপ্তাহে ইসলামপুরে পুলিশের গান্ধীগিরি পালন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই জানুয়ারি ২০১৮: শনিবার সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল। ইসলামপুর থানা ও ইসলামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের আজকের দিনটিতে তারা গান্ধিগীরি হিসাবে পালন করল। ইসলামপুরের বাসটার্মিনাস, তিনপুল, গুঞ্জড়িয়া, ও রামগঞ্জে ট্রাফিক পুলিশের টেন্ট করে হেলমেট বিহীন বাইক আরোহিদের বিবেক দংশনে একটি করে গোলাপ ফুল ও চকোলেট দেওয়া হয়। পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করতে প্রচারও করা হয়।ইসলামপুর থানার সাব ইনসপেক্টর রাজকুমার রায় বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহ ইসলামপুরেও পালন করা হচ্ছে। সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আজকে আমরা ইসলামপুরের চারটি জায়গায় ক্যাম্প করে হেলমেট বিহীন বাইক আরোহিদের একটি করে গোলাপ ফুল ও চকোলেট দেওয়া হয় এবং আগামীকাল মোবাইল ভ্যানের মাধ্যমে প্রচার চালানো হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)