ইসলামপুর বাইপাস নির্মাণ এবং প্রতিরোধ আন্দোলন দুটোই চলছে ধীরে চলো নীতিতে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই জানুয়ারি ২০১৮: কৃষকদের প্রতিরোধ সত্ত্বেও শুক্রবার ইসলামপুর বাইপাস প্রকল্পে রাস্তায় মাটি ভরাটের কাজ করছে প্রশাসন। পাশাপাশি এদিন সোনাখোদা এলাকায় বাইপাসের জমিতে থাকা ইচ্ছুক কৃষকদের ঘড় ভাঙলো প্রশাসনের আর্থমুভার। জানা গিয়েছে, ইসলামপুর বাইপাসের কাঁঠালবাড়ি এলাকা থেকে সোনাখোদা পর্যন্ত বাইপাসের রাস্তায় মাটি ভরার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। প্রায় ২৫টি ট্রাক্টর দিয়ে বাইপাসের রাস্তায় মাটি ভরার কাজ চলছে। পাশাপাশি সোনাখোদার ইচ্ছুক কৃষক কামারুজ্জামামের পাশের বাড়ি হল মহঃ জাবিদের বাড়ি।
তার বাড়ি ভাঙতে চাইলে বাধার মুখে পরে প্রশাসন। এরপর প্রশাসন ফিরে যায়। এছারাও তেলিভিটা এলাকায় কৃষকরা বাঁশের বেড়া দিয়ে এদিনও প্রতিরোধ গড়ে তোলে। তবে চলতি সপ্তাহেই ইসলামপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী বাইপাস ইস্যুতে মখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেও পরে বাইপাসের ধাঁরে কৃষকদের প্রতিরোধস্থলে তাঁকে আর দেখা গেল না। সব মিলিয়ে বাইপাসের কাজ করে চলেছে প্রশাসন। তবে প্রশাসনের এই ধীরে চলো নীতির সামনে কৃষকদের আন্দোলন বা বাইপাস নির্মাণ দুটোর ভবিষ্যৎ কি হবে সেটাই দেখার।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)