ধুপগুড়ীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন মহিলা
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১২ই জানুয়ারি ২০১৮: শীতের হাত থেকে বাঁচতে সকালে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হল এক মহিলা। শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের সাতভেন্ডী এলাকায় ঘটনাটি ঘটেছে।গত পাঁচ দিন থেকে এই এলাকায় যে ভাবে ঠান্ডা পড়েছে তাতে মানুষের জনজীবন অতিষ্ঠ। তাই শীতের হাত থেকে রেহাই পেতে শুক্রবার সকালে মেরিয়ান নেছা নামে এক মহিলা বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে আগুনের আঁচ নিচ্ছিলেন। সেই সময় হঠাৎই সেখান থেকে মহিলার শাড়িতে আগুন লেগে যায়। সেই সময় বাড়িতে কেউ না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তার শরীরে। শেষ পর্যন্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং আগুন নিভিয়ে তাকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসে। মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মহিলার আত্মীয় আমিরুদ্দিন মিঞা বলেন, শরীরের পেছনের দিকে আগুনে অনেকটা পুড়ে গিয়েছে। ঘটনার সময় আশে পাশে কেউ না থাকায় তাকে আগুনের থেকে দ্রুত উদ্ধার করা যায়নি। তাই শরীরের পেছনে অনেকটাই দগ্ধ হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)