ইসলামপুর মহকুমায় সাড়ম্বড়ে পালিত বিবেক চেতনা উৎসব

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১২ই জানুয়ারি ২০১৮: সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছের আলোড়নী মাঠে একল বিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়। চোপড়া ব্লকের ৩০ টি একল বিদ্যালয়ের প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে কালগছের আলোড়নী মাঠ থেকে ৩১ নং জাতীয় সড়ক হয়ে সমস্থ চোপড়া পরিক্রমা করে এক বর্নাঢ্য শোভাযাত্রা মাধ্যমে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। সাথে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বনোভোজ করা হয়। পাশাপাশি এদিন ইসলামপুরে বিবেক চেতনা উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন ইসলামপুরের বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান এবং মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া। এদিন এই বিশেষ দিনটিতে ইসলামপুর হাইস্কুল থেকে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে এসে বাস টার্মিনাসের সামনে স্বামীজির প্রতিকৃতিতে মাল্য দান করে।এদিন ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পড়ুয়াদের নিয়েই ছিল বিবেকানন্দ বিষয়ক আলোচনা চক্র। পাশাপাশি যুব সমাজকে সমৃদ্ধ করতে এদিন একটি প্রদর্শণী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাপরিশদের সদস্য জাবেদ আকতার সহ ইসলামপুর পৌরসভার বিভিন্ন কাউনসিলার গন।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!