ইসলামপুরে পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে পদযাত্রা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১২ই জানুয়ারি ২০১৮: শুক্রবার ২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ এবং ১৫৫ তম স্বামী বিবেকানন্দের জন্ম দিন উপলক্ষে সাধারন মানুষকে সচেতন করতে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর বাসটার্মিনাসে এক পথ সভার পাশাপাশি এক পদযাত্রার আয়োজন করে। ইসলামপুর থানার পুলিশের এই পথসভায় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরয়ালা, ইসলামপুর মার্চেন্ট এসোসিয়েনের সভাপতি রতন আগরয়ালা ও সম্পাদক সুদেব নন্দী, জেলাপরিশদ সদস্য জাবেদ আকতার সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা। মানুষকে সচেতন করতে ইসলামপুর বাসটার্মিনাস থেকে ৩১ নং জাতীয় সড়ক হয়ে পুরাতন বাস স্টান্ড হয়ে পদযাত্রা শহর পরিক্রমা করে ফের বাস টার্মিনাসে শেষ হয়। এদিনের পদযাত্রায় ইসলামপুর হাই স্কুলের এনসিসি সহ বিভিন্ন স্কুল পড়ুয়ারা অংশ নিয়েছিলেন। পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র আগামী সাত দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামপুর থানার পুলিশ।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)