রামগঞ্জ ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই জানুয়ারি ২০১৮: স্বামী বিবেকানন্দের ১৫৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ রামগঞ্জ ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান করেন মোট ৭৮ জন রোক্তদাতা। সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটি রক্তদাতাদের সার্টিফিকেট ও মেডেল দেওয়া হয়। সংগৃহিত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক এবং ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে পাঠান হয়। স্বাস্থ্য শিবিরে মোট ১২০ জন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান।
চক্ষু পরীক্ষা শিবিরে মোট ৬৫ জন চক্ষু পরীক্ষা করান তাদের মধ্যে ৮ জনের বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। রামগঞ্জ ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুলক মল্লিক বলেন, “ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দূর করতে যেমন রক্তদান শিবিরের প্রয়োজন, পাশাপাশি এলাকার মানুষদের রক্ত দেওয়াতে সচেতন করাটা তার থেকে বেশি জরুরি। কারণ রক্তের প্রয়োজন যেমন বাড়ছে সেই হারে রক্ত দান না করলে এই সমস্যার সমাধান করা কোনো দিনই সম্ভব হবে না।”
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)