এই শিতে দক্ষিণ দিনাজপুরের হোম আবাসিকদের পা মোজা পরার অভ্যাস তৈরি কর্মসূচি
দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট ৬ই জানুয়ারি ২০১৮: সারা রাজ্যের সাথে দক্ষিন দিনাজপুর জেলাতেও জাকিয়ে পরেছে শীত। মেঘলা আকাশ। তবে কাজের জন্য কিছুটা কষ্ট হলেও শীত কে উপেক্ষা করেই শরীরে শীতের পোশাক চাপিয়ে ঠাণ্ডার মধ্যে বেরিয়ে পড়ছে বাড়ি থেকে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শুভায়ন হোমের ৭৫ জন অনাথ আবাসিক শিশুদের মধ্যে শীতের এই মরসুমে পা মোজা পড়ার নিয়মিত অভ্যেস বাড়ানোর লক্ষে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। মূলত শুভায়ন হোম কর্তৃপক্ষ এবং জুভেনাইল জাস্টিস বোর্ড দক্ষিণ দিনাজপুর এর উদ্যোগে এদিনের এই মহতী কর্মমকান্ড গ্রহন করা হয়র। শিশুদের মধ্যে যাতে মোজা পরার অভ্যেস তৈরি হয় তার জন্য এই অভিনব উদ্যোগে বলে জানাগেছে। অনাথ শিশুদের নিয়মিত মোজা পড়ার অভ্যস্ত করতে এদিনের কার্যক্রম অনুষ্ঠানে সামিল হয়েছিলেন চিরঞ্জীব মিত্র, চেয়ারপার্সন সি.ডবলু.সি দক্ষিণ দিনাজপুর, শুভায়ন হোম সুপার শ্রী দাওয়া দরজী শেরপা, শ্রী অশোক মিত্র জে.জে.বি সদস্য (দক্ষিণ দিনাজপুর) শ্রীমতী অনিতা বিশ্বাস, পি.ও.আই.সি শ্রী সুবোধ দাস, ডি.সি.পি.ইউ দক্ষিণ দিনাজপুর শ্রীমতী মৈত্রী চক্রবর্তী, সদস্য সি.ডবলু.সি শ্রীমতী শিউলি সরকার, চাইল্ডলাইনের দক্ষিণ দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর শ্রী সূরোজ দাস।
উপস্থিত সকলেই বাচ্চাদের নিজ হাতে প্রত্যকেই মোজা পরিয়ে দেয়। এর পাশাপাশি শিশুদের মোজা ও চকলেট উপহার দেওয়া হয়। এ বিষয়ে চাইল্ডলাইন এর দক্ষিন দিনাজপুর জেলার কোঅর্ডিনেটর শ্রী সূরোজ দাস জানান, বাচ্চাদের মধ্যে মোজা পরার নিয়মিত অভ্যাস সহ তাদের মধ্যে স্বাস্থ্য চেতনা জাগিয়ে তোলাই এদিনের কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিলো। এবিষয়ে দক্ষিন দিনাজপুর জেলার সি.ডবলু.সি এর চেয়ার পারসন শ্রী চিরঞ্জীব মিত্র জানান এর আগে শিশুদের জুতো প্রদান করা হয়েছিল। এদিন ৭৫ জন অনাথ আবাসিক শিশুদের মধ্যে শীতের এই মরসুমে পা মোজা পড়ার নিয়মিত অভ্যেস বাড়ানোর লক্ষে মোজা বিতরন করা হয় এবং বাচ্চাদের নিজ হাতে মোজা পরিয়ে দেয়া হয়।
ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)