ইসলামপুরের ভদ্রকালীতে জেসিবি দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তেজনা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৫ই জানুয়ারি ২০১৮: জেসিবি ও মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ভদ্রকালী এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাদ্দাম হুসেন(২২)। সূত্রের খবর, শুক্রবার সকালে বাড়ি থেকে দোকানে যাচ্ছিল সাদ্দাম হুসেন। সেই সময়, ইসলামপুরের ভদ্রকালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জেসিবির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ঘটনায় গুরুতর জখম হয় সাদ্দাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ঘটনার পর উত্তেজিত জনতা ভদ্রকালী এলাকায় প্রায় ৪ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘাতক জেসিবিটিকে আটক করেছে পুলিশ। কিন্তু চালক পলাতক। ইসলামপুর থানার আইসি শ্রী রাজেন ছেত্রী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেসিবিটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)