আবার বাঘ মামার দর্শন পাওয়া গেল ন্যাওড়া ভ্যালির জঙ্গলে
অভিজিৎ দাস (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কালিম্পং ৫ই জানুয়ারি ২০১৮: গত বছরের মত ফের এই বছরের শুরুতেই দেখা গেল বাঘ মামার উত্তরবঙ্গের ভারজিন ল্যান্ড ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। বন দপ্তর সূত্রে খবর অন্তত বিগত ২৪ ঘণ্টায় ৫টি জায়গায় বাঘের ছবি উঠেছে বন দপ্তরের লাগানো ট্রাপ ক্যামেরায়। শুধু ক্যামেরাই নয় রয়াল বেঙ্গলের অস্তিত্ব ধরা পড়েছে বাঘের পায়ের ছাপের মাধ্যমে।
ন্যাওড়া ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে ৭৫০০ ফিট উচ্চতায় অবস্থিত। এত উচ্চতায় রয়াল বেঙ্গলের অস্তিত্ব নেহাত সাধারন ঘটনা নয়। উল্ল্যেখ্য, গত বছর প্রথম ন্যাওড়া ভ্যালিতে স্থানীয় এক গাড়ি চালক আনমোল ছেত্রী তার প্রত্যুৎপন্নমতিত্বের প্রমান দিয়ে এক রয়াল বেঙ্গলের ছবি তুলে দেশে শোরগোল ফেলে দিয়েছিল। এরপর নড়েচড়ে বসে বনদপ্তর। বর্তমানে ন্যাওড়ার জঙ্গল জুড়ে লাগানো আছে প্রচুর ট্র্যাপ ক্যামেরা।
এরপর সেই ক্যামেরায় আরও ২ বার ধরা পরে বাঘের ছবি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বন আধিকারিকদের একটি দল। এরপর দেখার বারবার রয়াল বেঙ্গলের ছবি ধরাপড়ার পর কি পদক্ষেপ নেয় বনদপ্তর।
ছবিঃ বন বিভাগ, পশ্চিমবঙ্গ