ছয়দিন থেকে নিখোজ হোম আবাসিক নাবালক উদ্ধার নিজের বাড়ি থেকে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ৩রা জানুয়ারি ২০১৮: ছয়দিন থেকে নিখোজ হোম আবাসিক নাবালক উদ্ধার হল তার নিজের বাড়ি থেকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ডুয়ার্সের আটিয়াবাড়ি চাবাগানের ঐ আবাসিকের নিজের বাড়ি থেকেই উদ্ধার করে। কাজের প্রলোভন দেখিয়ে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক পরিবারের ওই শিশুকে দিল্লিতে পাচার করে দেওয়া হয়েছিল। এরপর দার্জিংল জেলা চাইল্ডলাইন তাকে উদ্ধার করে। পাঠানো হয় জলপাইগুড়ির কোরক হোমে।গত বুধবার সে হোমের প্রাচীর টপকে পালিয়ে যায়।সেই ঘটনা ২০ঘন্টা দেরি করে থানায় জানানোয় গাফিলতির অভিযোগে হোম সুপার দেবব্রত দেবনাথকে শোকজ করেন জেলাশাসক রচনা ভগত।এদিকে পুলিশও শিশুটিকে খুজছিল। প্রায় একসপ্তাহ পেরিয়ে যাবার আগেই গোপন সুত্রে খবর পেয়ে আটিয়াবাড়ি চাবাগানে ঐ আবাসিকের বাড়িতে পৌছয় পুলিশের দল। পুলিশ দেখে ফের পালাতে চেস্টা করে ওই নাবালক। যদিও পরে তাকে উদ্ধার করে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)