উত্তর দিনাজপুরের করনদিঘিতে ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই করনদিঘি ৩রা জানুয়ারি ২০১৮: করনদিঘির রাঘবপুর হাই স্কুলে ফি-বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়ারা বিক্ষোভ দেখালো৷ দীর্ঘ দিন ধরেই করণদিঘি ব্লকের রাঘবপুর হাই স্কুলের বিরুদ্ধে ফি-বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে৷ মঙ্গলবার ছাত্র সংগঠন অল ইন্দিয়া ডি.এস.ও র নেতৃত্বে ছাত্ররা মিছিল করে ফি-বৃদ্ধির প্রতিবাদ জানাতে স্কুলে গেলে শিক্ষকরা ছাত্রদের সাথে ধস্তাধস্তি করে বলে অভিযোগ৷ ফলে ছাত্র-অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে ও স্কুল ঘেরাও করে৷ পুলিশ পথ অবরোধ তুলে দিলেও স্কুল ঘেরাও দীর্ঘক্ষণ চলতে থাকে৷ এছাড়াও ছাত্রদের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন স্কুলে ভাঙচুরের অভিযোগ রয়েছে। পরে করণদিঘি ব্লকের জয়েন্ট বি.ডি.ও র উপস্থিতিতে স্কুল কতৃপক্ষ ফি-বৃদ্ধি প্রত্যাহার করে ১৫০ টাকা করলে ও দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় ভর্তির ঘোষণা করলে ছাত্র-অভিভাবকরা স্কুল ঘেরাও তুলে নেন৷ অল ইন্দিয়া ডি.এস.ও র জেলা সম্পাদক শ্যামল দত্ত বলেন, ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন, ছাত্ররা ফি-বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে। স্কুল কর্তৃপক্ষ আজকে ফি কমালে ছাত্ররা আন্দোলন তুলে নেয়। রাঘবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গৌতম রায় বলেন, আমাদের বিরুদ্ধে ধস্তাধস্তির অভিযোগ মিথ্যা। ছাত্ররা আন্দোলনের নামে স্কুলে ভাঙচুর চালিয়েছে। ২১০ টাকা করে ফি নেওয়া হতো স্কুলের উন্নয়নের জন্য। এখন থেকে ১৫০ টাকা করে নেওয়া হবে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!