আলুয়াবাড়ি রেল-লাইনের ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২রা জানুয়ারি ২০১৮: রেল লাইনের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। মঙ্গলবার সকালে মধ্য বয়স্ক এক ব্যক্তির রক্তাত মৃতদেহ আলুয়াবাড়ি রোড স্টেশন ও গুঞ্জরিয়া স্টেশনের মাঝখানে ডাউন লাইনের পাশে পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেন ইসলামপুর থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ ও জি আর পি। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। তবে কিভাবে ওই মৃতদেহ এই যায়গায় এলো এবং মৃত্যুর কারনই বা কি খতিয়ে দেখছে পুলিশ ও জি আর পি। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে তাকে কেউ ফেলে দিয়েছে নাকি সে পরে গেছে তা নিয়ে রহস্য দানা বেধেছে। তবে ওই ব্যক্তিকে কেউ খুন করে থাকতে পারে সেই দিকেও পুলিশি তদন্তের নজর রয়েছে বলে জানা গিয়েছে। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আনিসুর রহমান বলেন, আজকে সকালে মৃতদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছি। তবে মৃত ব্যক্তি এই এলাকার নয়। সম্ভবত ট্রেন থেকে কেউ ফেলে দিয়েছে বা পরে গিয়ে মৃত্যু হয়েছে। আবার কেউ ওই ব্যক্তির খুন করেও এখানে ফেলে দিয়ে যেতে পারে। সবই তদন্তের বিষয়।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)