ভারত-বাংলা সীমান্তে মানুষকে সচেতন করতে রক্তদান শিবির
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২রা জানুয়ারি ২০১৮: চোপড়া ব্লকের ভারত বাংলা সীমান্তের প্রত্যন্ত হাপতিয়াগছ এলাকায় রক্তদান সচেতনা বাড়াতে শ্রীমতী রিতা দাস মেমোরিয়াল স্কুলের উদ্যোগে ও শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগীতায় মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের শুভ সুচনা করেন তিস্তা প্রকল্পের হাপতিয়াগছ ডিভিশনের জুনিয়ার ইন্জিনিয়ার মহঃ মসিউর রহমান। পাশাপাশি এদিন একটি চক্ষু পরিক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। উল্লেখযোগ্য ভাবে শ্রীমতী সুপ্রিয়া পুর্বে সহ শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিনের রক্তদান শিবিরে ২১ জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও শতাধিক বাসিন্দা চক্ষু পরিক্ষা করান। এছারাও মানুষকে রক্তদানে সচেতন করতে আলোচনাও করা হয়। শিবিরের উদ্যোক্তা সুদীপ্ত বোস বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাসিন্দাদের রক্তদানে উৎসাহিত করতে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)