বিভিন্ন দাবী নিয়ে ডেপুটেশন দিল ফালাকাটা পাশ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, মিশনকর্মীরা
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ২০শে ডিসেম্বর ২০১৭: পাশ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, মিশনকর্মীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলিপুরদুয়ার জেলা সর্ব শিক্ষা মিশন প্রকল্প আধিকারিক কে ডেপুটেশন প্রদান করা হয়। যৌথ মঞ্চের আহ্বায়ক সিরাজুল হক জানান সম কাজে সব বেতন। প্রদানের দাবিতে আজ সারা উত্তরবঙ্গ জুড়ে প্রতিটি জেলায় প্রকল্প আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হচ্ছে বর্তমানে প্রাথমিক পাশ্বশিক্ষকসহ ৫২৪০ ও উচ্চপ্রাথমিক ৭২০০ বেতন পাচ্ছে মূল্যবৃদ্ধি যুগে বর্তমান সরকার আসার পর একটাকা বেতন বাড়েনি এছাড়া অন্য দাবি হল প্রোফিডেণ্ট ফাণ্ড টাকা প্রতি মাসে কাটা হচ্ছে একবছর থেকে কিন্ত এখন ওবধি প্রোফিডেণ্ট আ্যকাউণ্ট নম্বর দেয়নি দপ্তর আমরা জানিনা আদৌ টাকা আমাদের আ্যকাউণ্ট জমা পড়ছে কিনা এছাড়া কর্তব্যরত অবস্থায় অনেক পাশ্বশিক্ষক মাড়া গিয়েছে তাদের পরিবারের একজন কে চাকরি প্রদান দাবি জানানো হয়। আজ আলিপুরদুয়ারে প্যারেড গ্ৰাউণ্ড ময়দান থেকে মুখে কালো কাপড় বেদে মিছিল শুরু হয় মিছিল কলেজ হল্ট হয়ে প্রকল্প আধিকারিক অফিসে পৌছে ডেপুটেশন প্রদান করা হয়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)