ঠেলা চালক শ্যামা প্রসাদ বস্ত্র বিতরণ করলেন চা বাগানের শ্রমিকদের
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কামাখ্যাগুড়ি, ১৭ই ডিসেম্বর ২০১৭: নিজ উদ্যোগে তুরতুরি বাগানের শ্রমিকদের মধ্যে বস্ত্র বিলি করলেন কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির বিশিষ্ট সমাজসেবী, পেশায় ঠেলা চালক শ্যামাপ্রসাদ দত্তরায়। রবিবার তুরতুরিখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে ৯ শতাধিক চা শ্রমিকের মধ্যে জামা, প্যান্ট, শাড়ি, সুয়েটার, চাদর, জ্যাকেট প্রভৃতি বিলি করেন। উপস্থিত ছিলেন তুরতুরিখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মুখ্য সম্প্রসারক প্রদীপ লোহার সহ অন্যান্যরা। শ্যামাদবাবুর এই উদ্যোগে সামিল হতে শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে হাজির হয়েছিলেন উত্তর পারোকাটার যুবক অনুপ দাস, খোয়ারডাঙার যুবক জয় ঘোষ, কামাখ্যাগুড়ির কমল ঘোষ সহ অনেকেই। উল্লেখ্য, গত ২ নভেম্বর গৃহপ্রবেশ উপলক্ষ্যে নিজের বাড়িতে রক্তদান শিবির করে নজির তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ দত্তরায়। কয়েকমাস আগে মরনোত্তর দেহদানেরও অঙ্গীকার করেছেন তিনি। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেই সকলেই। শ্যামাবাবু জানান, বেশ কিছুদিন থেকেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিলাম। এরপর বিভিন্ন এলাকা থেকে বস্ত্র সংগ্রহ করে এদিন চা শ্রমিকদের মধ্যে বিলি করলাম। মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। এ ধরণের কাজ করে মানসিক তৃপ্তি পাই। অনেকেই আমাকে সহযোগিতা করেছেন। তুরতুরিখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মুখ্য সম্প্রসারক প্রদীপ লোহার জানান, শ্যামাবাবুর এই কাজের জন্য এলাকার মাটি ধন্য হয়ে গেল। উনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই।