ড্রোন ক্যাম সহ নানান বিদেশি যন্ত্রের আমদানি শুল্ক বাড়তে চলেছে
বাংলাডেস্ক, টী.এন.আই নিউদিল্লী, ১৬ই ডিসেম্বর ২০১৭: বিদেশি যন্ত্রের আমদানি শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রের এন.ডি.এ সরকার। গতকাল এই ঘোষণাই করল সরকার। এই পদক্ষেপের উদ্দেশ্য মূলত দেশীও বৈদ্যুতিন নির্মাতারা যাতে তাদের উৎপাদনে সুফল পান। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে একটি নোটিসের মাধ্যমে জানানো হয় যে আমদানি করা স্মার্টফোনগুলি শুল্কবিভাগের মাধ্যম দিয়ে আসে, তার কর বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। যার ফলে, বাজারে জাঁকিয়ে বসা কমদামের স্মার্টফোনগুলির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করছে অর্থমন্ত্রক। পাশাপাশি যেসব টিভি শুল্কবিভাগের মাধ্যমে আসে, সেগুলির কর বেড়ে দাঁড়িয়েছে ২০%। এছারাও এলইডি ল্যাম্প, মাইক্রোওয়েভ, সেটটপ বক্স ইত্যাদির জন্যে কর হবে ২০%। ভিডিও রেকর্ডিং জিনিসপত্র যেমন টিভি ক্যামেরা, বিদেশি স্ন্যাপ ক্যাম, ড্রোন ক্যাম ইত্যাদির জন্য এবার থেকে ১৫% কর দিতে হবে।