ওদলাবাড়িতে ৫ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার করল বনদপ্তর
বাংলাডেস্ক, টী.এন.আই ওদলাবাড়ি, ১০ই ডিসেম্বর ২০১৭: ৫ লক্ষ্য টাকার চোরাই কাঠ উদ্ধার হল ওদলাবাড়ি থেকে। গ্রেপ্তার হয়েছে ৪ জন। আজ বনদপ্তরের বিশেষ অভিযানে উদ্ধার হয় ওই কাঠ। বনদপ্তর সূত্রের খবর দুটো গাড়িতে করে পাচার হচ্ছিল ওই চোরাই কাঠ। বন দপ্তর গোপন সুত্রে খবর পেয়ে অভিজান চালায়। বিভিন্ন জঙ্গল থেকে কাঠ কেটে পাচার করছিল এই কাঠ পাচারকারীরা। কালিম্পং থেকে মংপং এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পাচারকারীরা সক্রিয় বলে বনদপ্তরের কাছে খবর। বনদপ্তর গাছ কাটার বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রচার করছে। তারপরেও নির্বিচারে গাছ কেটে চলেছে একটি চক্র।
Facebook Comments