তৃনমূল ব্লক সভাপতি পদকে কেন্দ্র করে মেখলিগঞ্জে মন্ত্রী, বিধায়ক এর সামনেই গোষ্ঠি কোন্দল
স্বপন রায় বীর (টী.এন.আইি মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ, ১০ই ডিসেম্বর ২০১৭: একের পর এক গোষ্টী কোন্দল এ উত্তপ্ত মেখলিগঞ্জ, গোষ্টী কোন্দলে কেন্দ্র করে ছুরি আঘাত করা হয় দলের প্রাক্তন ব্লক সভাপতিকে, এর পর দলের বর্তমান সভাপতি তপন কুমার দাম খুনের অভিযোগে জেলে আছেন, ঐ অবস্থায় ব্লক সভাপতি সহ বাকি পদ গুলি খালি থেকে যায়, আজ নবান্নের নির্দেশ মতাবেক নতুন করে কমিটি গঠন করার জন্য আসেন উদয়ন গুহ, এবং বিনয় কৃষ্ণ বর্মণ, আজ বেঠক এর শুরু থেকেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী ও বিধায়ক। প্রবল চাপে পরে কার্যত থমকে যায় কমিটি গঠন কাজ। অফীশিযল ভাবে কিছুই এখন ও ঘোষনা করা হয়নি। অন্যদিকে, সামনের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মেখলীগঞ্জ ব্লকের তৃনমূল কংগ্রেসের সাংগঠনিক বিশৃঙ্খলা রুখতে এটি একটি বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয় মেখলিগঞ্জ। উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, তৃনমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, স্থানীয় বিধায়ক অর্ঘ্য রায় প্রধান সহ শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অনেকে। উল্লেখ্য, কালীপূজার দিন দলের প্রাক্তন সভাপতি লক্সিকান্ত সরকার কে চাকু মারার অভিযোগ ওঠে সভাপতি তপন দাম এর বিরুদ্ধে। সেই অভিযোগে তিনি বর্তমানে জেলে রয়েছেন। এর ফলে নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে তৃনমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। এই অবস্থা থেকে আগামী পঞ্চায়েত ভোটে মেখলীগঞ্জে দলের হাল ধরানোর জন্য দায়ীত্ব কাঁধে বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও দিনহাটার বিধায়ক তথা রাজ্যের সাধারণ সম্পাদক উদয়ন গুহকে দেওয়া হতে পারে সেই উদ্যেশ্যে আজকে দলের কর্মী সমর্থক ও নেতৃত্ব দের সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু মেখলীগঞ্জ কথা ও গান মঞ্চে সভা শুরু হওয়াত আগেই সভার সভাপতি নিয়েই বিক্ষোভে শুরু হয়। উদয়ন গুহ জানান ‘খুবই দ্রুত মেখলিগঞ্জের কমিটি গঠন করা হবে, নবান্নের আদেশই মান্যতা পাবে’।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আইি)