কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে পাঠরত বিজয়ী খেলোয়াড়দের ইউ.জি.সির নতুন উপহার
বাংলাডেস্ক, টী.এন.আই নিউদিল্লী, ০৭ই ডিসেম্বর ২০১৭: দেশের যুবদের খেলাধুলার আকৃষ্ট করবার উদ্দেশ্যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউ.জি.সি ছাত্রছাত্রীদের নিশুল্ক শিক্ষাদানের জন্যে এক নতুন স্কিম নিয়ে এসেছে। এই স্কিমের নিয়ম অনুযায়ী চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর অবদি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে যে সমস্ত খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তারা এই স্কিমের লাভ ওঠাতে পারবে।
ইউ.জি.সির অধিনে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে এই নির্দেশিকা পাঠানো হয়ে গেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যে শিক্ষাসংস্থা গুলি যেন তাদের প্রতিষ্ঠানে শিক্ষারত যোগ্য খেলোয়াড়দের ইউ.জি.সির এই স্কিমের ব্যাপারে অবগত করে এবং পরবর্তীতে এই স্কিম গ্রহণের জন্যে যেন সাহায্য করে।
Facebook Comments