আলিপুরদুয়ারের ‘ডুয়ার্স-কন্যা’ তে তৈরি নব নির্মিত “টুরিসমডেস্ক”
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই আলিপুরদুয়ার, ০১ ডিসেম্বর ২০১৭: আলিপুরদুয়ারের নব নির্মিত ‘ডুয়ার্স-কন্যা’ তে তৈরি করেছে একটি টুরিসম ডেস্ক, সেখানে টুরিস্টদের সাহায্য করার পাশাপাশি তাদের পরিচিত করা হবে ডুয়ার্স-এর প্রকৃতি ও জনজাতিদের সাথে। এ উদ্দেশ্যে তৈরি ডুয়ার্স-এর বিভিন্ন ছবি দিয়ে তৈরি বিশালাকার কোলাজের পাশাপাশি থাকছে স্থায়ী ফটো-গ্যালারি। ডুয়ার্স ফোটোগ্রাফার্স অ্য়াসসিয়েশন এর সদস্যদের ফটো দিয়ে সেজে উঠেছে এই গ্যালারীটি। মাননীয় জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক মহাশয় হলটি পরিদর্শন করেন। সাথে ছিলেন এই প্রকল্পের রূপকার (সদ্য-)প্রাক্তন ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার, শ্রী অভিরূপ বোস মহাশয়। ডুয়ার্স ফোটোগ্রাফার্স অ্য়াসসিয়েশন এর তরফ থেকে একটি আলোকচিত্র স্মারক হিসেবে তুলে দেওয়া হয় মাননীয় জেলাশাসক মহাশয়ের হাতে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)