কমার্শিয়াল পাসপোর্ট ভিসা না থাকায় ১৩ বাংলাদেশি নাগরিকদের সাজা ইসলামপুরে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই ইসলামপুর, ৩০শে নভেম্বর ২০১৭: কমার্শিয়াল পাসপোর্ট ভিসা না থাকা অভিযোগে ব্রহস্পতিবার ১৩ বাংলাদেশী নাগরিকে দুই বছরের জেল হেফাজতের সাজা ঘোষণা করলো ইস্লাম্পুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ বলেন, ‘বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রফিকুল ইসলাম, সইদুল সরকার, নাসিম সরকার, মুলিনাব আলি, মহঃ হাবিবুর রহ্মান, মহঃ আব্দুল জলিল, মহঃ জাহিরুল ইসলাম, মহঃ আবদুল সাত্তার, সইদুল রহমান ও লক্ষণ চন্দ্র ভৌমিক এই ১৩ জন নাগরিক টুরিস্ট পাসপোর্ট ভিসা নিয়ে ভারতের হিলি সিমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এরপর তারা প্রত্যেকেই উত্তর দিনাজপুরের করনদিঘী থানার টুঙ্গিদিঘী বলরামপুর রোড এলাকায় জিলাপি বিক্রির ব্যাবসা শুরু করে। কমার্শিয়াল পাসপোর্ট ভিসা না থাকায় সংরক্ষিত এলাকায় ঢুকে ব্যাবসা করার অভিযোগে গত ২০১৬ সালের ৮ই জুন করনদিঘী থানার পুলিশ ওই ১৩ বাংলাদেশি নাগরিক কে গ্রেপ্তার করে পরের দিন ইসলামপুর আদালতে পাঠায়। এদিন ইস্লাম্পুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রমেশ কুমার প্রধান অভিযুক্ত ১৩ বাংলাদেশি নাগ্রিকদের দুই বছরের জেল হেফাজত ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে আরও অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ছবি: দীপঙ্কর দে (টী.এন.আই)