‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প নিয়ে এসএসবি-র উদ্যোগে অনুষ্ঠান ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই ফালাকাটা, ৩০শে নভেম্বর ২০১৭: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করতে উদ্যোগী হল সশস্ত্র সীমা বল বা এসএসবি। বৃহস্পতিবার এসএসবি-র ৩৪ নম্বর ব্যাটালিয়নের ভুটানঘাট বিওপি-র উদ্যোগে তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের ময়নাবাড়ি এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে এসএসবি-র ৩৪ ব্যটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট অনিলকুমার মেহেরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবি-র ভুটানঘাট বিওপি-র ইনচার্জ তপনচন্দ্র শর্মা, তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়না ওরাওঁ সহ বিশিষ্টজনেরা। নাটক, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এসএসবি-র পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করা হয়। কন্যা সন্তানদের সঠিকভাবে লেখাপড়া করালে তারাও যে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সে বিষয়ে আলোচনা করেন এসএসবি-র আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)